Thursday, March 10, 2016

জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি ও সমস্যা বিশ্লষণ

"জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি ও সমস্যা বিশ্লেষণ: বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের উপর একটি পর্যালোচনা"

প্রথম অধ্যায়

১.১ ভূমিকাঃ

জাতীয় আয় দ্বারা একটি দেশের অর্থনৈতিক অবস্থা কিরুপ তা পরিমাপ করা যায়। যে কোন দেশের অর্থনীতিতে জাতীয় আয়ের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা জাতীয় আয় একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিমাপক। জাতীয় আয়কে একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় আয়ের অগ্রগতির ধারা থেকে অর্থনীতি গতিশীল, স্থির বা  পশ্চাৎমুখিতার একটি পরিস্কার ধারণা পাওয়া যায়। জাতীয় আয়ের পরিমাণ হতে কোন দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র এবং জনগণের জীবনযাত্রার মানের প্রকৃত অবস্থা সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়।

অধ্যাপক বেনহাম এ প্রসঙ্গে একটি সুন্দর মন্তব্য করেছেন। তার মতে, “জাতীয় আয়ের বিশদ আলোচনায় কোন দেশের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা করার শ্রেষ্টতম উপায়।”

জাতীয় আয় বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনা করে। বিভিন্ন দেশের মাথাপিছু জাতীয় আয় হিসাব থেকে বলা যায় কোন দেশটি উন্নত বা অনুন্নত। মাথাপিছু আয় অধিক হওয়ার ফলে বাংলাদেশ অপেক্ষা যুক্তরাষ্ট্রের জনগণের জীবন যাত্রার মান উন্নত। জাতীয় আয়কে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মান দন্ড হিসেবে চিহ্নিত করা যায়। জাতীয় আয় ও মাথাপিছু আয়কে মোটামুটি ভাবে কোন দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসেবে বিবেচনা করা যায়। কোন দেশের জাতীয় আয় ও এর পরিবর্তনের ধারা থেকে আমরা ঐ দেশের অর্থনৈতিক অবস্থার  প্রকৃত রুপ তথা অর্থনীতি কি অবস্থায় আছে অর্থাৎ গতিশীল আছে কিনা এবং গতিশীল অবস্থায় থাকলে তা ঊর্ধ্বমুখী না নি¤œমুখী তা পরীক্ষা করতে পারি। একটি দেশের জাতীয় আয়ের বিশ্লেষণ থেকে ঐ দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটি দেশের অর্থনীতিতে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন প্রভৃতি বিভিন্ন খাতের অবদান, কি তা জাতীয় আয়ের হিসাব থেকে জানা যায়। জাতীয় আয়ের দ্বারা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থার তুলনা করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশের তুলনামূলক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হলে সংশ্লিষ্ট দেশসমূহের জাতীয় আয় সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রণয়নে, নীতি নির্ধারণে সর্বোপরি অর্থনীতির সকল খাতের প্রকৃত তথ্য জানতে জাতীয় আয় পরিমাপের বিকল্প নেই।

১.২ লক্ষ্য ও উদ্দেশ্যঃ

  1.     জাতীয় আয় বিশ্লেষণ করলে একটি দেশের অর্থনৈতিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। 
  2. মোট জাতীয় উৎপাদন বিষয়ের ধারণা লাভ। 
  3.  আর্থিক জাতীয় বা নামিক জাতীয় আয় সম্পর্কে ধারণা লাভ। 
  4. মাথা পিছু আয় সম্পর্কে ধারণা লাভ। 
  5. অর্থনৈতিক উন্নয়ন হার পরিমাপ করা যায়। 
  6. উন্নয়নশীল দেশে প্রয়োগ যোগ্যতা সম্পর্কে ধারণা। 
  7. জীবন যাত্রার মান উন্নয়ন সম্পর্কে ধারণা। 
  8. বাজেট প্রণয়ন খুবই সহজ হয়। 
  9. ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ। 
  10. একটি দেশের অর্থনৈতিক কল্যাণ সম্পর্কে ধারণা লাভ
  11.   দুইটি অর্থনৈতিক বছরের প্রবৃদ্ধির হার সম্পর্কে ধারণা লাভ। 
  12. একটি দেশের নীট জাতীয় উৎপাদন সম্পর্কে ধারণা লাভ।
   বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়।


wØZxq Aa¨vq
2.1 wewfbœ ai‡bi cªZ¨q I msÁv t

RvZxq Av‡qi msÁv t 
 †Kvb wbw`©ó mg‡q †Kvb †`‡k †h cwigvY PyovšÍ ch©v‡qi `ªe¨ I †mev Drcbœ nq| Zvi evRvi g~‡j¨i mgw÷‡K RvZxq Avq e‡j| G aviYv Abymv‡i, g‡bKwi, P~ovšÍ ch©v‡qi `ªe¨ I †mev hw` X1, X2, X3………….. Xn nq Ges G‡`i evRvi g~j¨ h_vµ‡g P1, P2, P3………….. Pn nq|
‡m †¶‡Î, RvZxq Avq
                        Y= P1X1+ P2X2+ P3X3+…..+ Pn Xn
                         = Pi Xi,
                        ‡hLv‡b i=1,2,3……..n

wewfbœ A_©bxwZwe` RvZxq Av‡qi wewfbœ msÁv cÖ`vb K‡ib|
Drcv`‡bi w`K †_‡K, Aa¨vcK gvk©v‡ji g‡Z ,Ò‡Kvb †`‡ki kªg I g~jab Zvi cÖK…wZK m¤ú`‡K Kv‡R jvwM‡q bvbvwea †mevmn wbU †h cwigvY P~ovšÍ ch©v‡qi `ªe¨ I †mev Drbœ nq, Zv‡KB RvZxq Avq e‡j|Ó

e¨‡qi w`K †_‡K Aa¨vcK wdkv‡ii g‡Z, ÒRvZxq Avq nj †Kvb wbw`©ó mg‡qi mgv‡Ri †gvU †fvM I wewb‡qvM e¨‡qi mgwó|Ó

Aa¨vcK m¨vgy‡qjmb e‡jb, ÒGKwU †`‡ki Avw_©K g~‡j¨ cwigvcK…Z `ªe¨mvgMÖx I †mev K‡g©i evwl©K me©‡gvU cÖevnB RvZxq Avq|Ó
‡gvU RvZxq Drcv`bt (Gross National product-GNP)
GKwU wbw`©ó mg‡q mvaviYZ GK eQ‡i †`‡ki RbMY KZ…©K Drcvw`Z P~ovšÍ ch©v‡qi †gvU `ªe¨ mvgMÖx I †mev K‡g©i A_© g~j¨‡K ‡gvU RvZxq Drcv`b e‡j| RvZxq Drcv`b wnmve Kivi mgq ˆØZ MYbv cwinvi Kivi Rb¨ †Kej P~ovšÍ `ªe¨mvgMÖx wnmve Kiv nq| RvZxq Drcv`b cwigv‡ci †¶‡Î we‡`kx †`kx wewb‡qvM †_‡K m„ó Drcv`b g~j¨ aiv nq| wKš‘ †`‡k we‡`kx wewb‡qvM †_‡K m„ó Drcv`b g~j¨ ev` †`qv nq|
A_©vr GNP =GDP + (X-M)

bxU RvZxq Drcv`b t ( Net National product) †gvU RvZxq Drcv`b †_‡K g~ja‡bi ¶q¶wZ c~iY eve` LiP Z_v Ae‡qRwbZ LiP ev` w`‡j hv Aewkó _v‡K Zv‡K bxU RvZxq Drcv`b ejv nq| †Kvb g~jab mvgMÖx Drcv`b Kv‡h©¨ e¨eüZ n‡j Zv ¶qcªvß nq| g~jab‡K cyYivq Kg©¶g Kivi Rb¨ ¶q ¶wZ c~iY Ki‡Z nq| G Rb¨ †h e¨q nq Zv‡K AePq RwbZ LiP ejv nq|
NNP = GNP – DC  ev  CCA
3
‡gvU †`kR Drcv`b t ( Gross Domestic product) GKwU †`‡ki Af¨šÍ‡i Z_v †fŠMwjK mxgv‡iLvq GK eQ‡i ˆea¨fv‡e Drcvw`Z mKj cÖKvi `ªe¨ I †mevi Avw_©K g~‡j¨i mgwó‡K †gvU Af¨šÍixY Drcv`b ejv nq|
GNP wnmv‡ei mgq we‡`k †_‡K cÖvß Avq ev ißvbx Avq †hvM Kiv nq| Avevi we‡`kx‡`i AwR©Z Avq ev Avg`vbx e¨q ev` ‡`qv nq| wKš‘ GDP Gi wnmv‡ei mgq GNP ‡_‡K we‡`‡ki ißvbx Avq ev` w`‡Z nq Ges Avg`vbx e¨q †hvM Ki‡Z nq| ißvbx Avq Ges Avg`vbx e¨‡qi cv_©K¨‡K bxU ißvbx ev bxU ˆe‡`wkK wewb‡qvM ejv nq| Kv‡RB GDP aviYvwU wbgœiƒc mgxKi‡Yi mvnv‡h¨ cÖKvk Kiv hvq-
GDP=GNP – X+M
ev,   GDP= GNP – (X- M)



c~Y© Uvg© †ccviwU †c‡Z- 01737731085
 

0 comments:

Post a Comment